বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদরাসাছাত্রীকে গলা কেটে হত্যা

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৯

‘মোর (আমার) বেটি (মেয়ে) জোরে চিকরিল, অমনি ঘরোত যায়া দেকোং মোর মাও নাই, মরি গেইছে। কে এই কাজ করিল মুই জানোং (জানি) না।’

রংপুরের বদরগঞ্জে মাহবুবা আক্তার মেরি নামের এক মাদরাসাছাত্রীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর গাছুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মেরি রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মেনহাজুল হকের মেয়ে। সে এই মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও পুলিশ তদন্ত ব্যুরোর (পিবিআই) সদস্যরা উপস্থিত ছিলেন এবং আলামত সংগ্রহ করেছেন।

মেনহাজুলের প্রতিবেশী জমিরুল ইসলাম বলেন, ‘হামরা কামোত গেছনোং। সন্ধের (সন্ধ্যার) আগে আগে ছাওয়াটা (মেয়েটি) নাকি ঘরোত ছটফট করচে আর চিকরিচে (চিৎকার করেছে), তখন ওর মাও চিকরিতে ঘরোত গেইচে, হামরা যায়া দেকি মরি আছে।’

মেরির মা নুরনাহার বলেন, ‘মোর বেটি জোরে চিকরিল, অমনি ঘরোত যায়া দেকোং মোর মাও নাই, মরি গেইছে। কে এই কাজ করিল মুই জানোং না।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মরদেহের সুরতহার চলছে। এখনও কোনো সূত্র পাওয়া যায়নি।

তিনি বলেন, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর