গাইবান্ধার সাঘাটায় ছুরিকাঘাতে এক কিশোরী নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে গলায় আঘাত করেন তার মা।
উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আতিকা সুলতানা। সে ওই গ্রামের আমিনুল ইসলাম ও হামিদা বেগম দম্পতির মেয়ে।
এ ঘটনায় তার মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ।
জানতে চাইলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ‘আতিকার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিকেলে মেয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় হামিদার। একপর্যায়ে ছুরি দিয়ে মেয়ের গলা কেটে ফেলেন হামিদা। এতে ঘটনাস্থলেই আতিকার মৃত্যু হয়।’
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য আতিকার মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।