খুলনার দিঘলিয়ার সাত বছরের শিশু তামিম মোল্লা বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। শুক্রবার বিকেল ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবায় হাত-পা-মুখ বাধা মৃতদেহটি ঢাকা ছিল নারিকেল পাতা দিয়ে।
স্থানীয়রা জানান, তামিম লাখোহাটি গ্রামের তরিকুল মোল্লার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাতে আরও বাড়ি ফেরেনি সে। শুক্রবার সকালে স্থানীয় মসজিদ থেকে শিশুটির নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী জানান, শুক্রবার বিকেলে শিশুটির বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে শিশুটিকে হত্যা করা করা হতে পারে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।