কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ট্রেনে কাটা পড়ে একজন ও সড়কে ঝরেছে আরও দুজনের প্রাণ।
এর মধ্যে উপজেলার গুণবতী রেলস্টেশনের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের মো. ইউসুফ ট্রেনের নিচে কাটা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে গুণবতী স্টেশন মাস্টার আবদুল আজিজ জানান, ইউসুফের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের সদস্যদের অনুরোধে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত দুই দিনে গুণবতী স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।
এদিকে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি পিকআপভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন।
তার নাম মনির হোসন। বাড়ি বগুড়া সদর উপজেলার চরজপু গ্রামে।
আর মহাসড়কের পদুয়া রাস্তার মাথা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে এ দুই সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খোকন।