ময়মনসিংহের মুক্তাগাছা শহরের পাড়াটঙ্গী এলাকা থেকে অপরিচিত এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, ছয় বছরের ওই মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে মরদেহ একটি কম্বলে মুড়িয়ে পাড়াটঙ্গী এলাকার মসজিদের পাশে ফেলে রাখা হয়।
খবর পেয়ে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, পাড়াটঙ্গী শান্তির মোড় রহিমাতুল জান্নাত জামে মসজিদের দেয়ালের কাছে মরদেহটি পড়েছিল। মরদেহের কাছে একটি চিপসের প্যাকেট ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
তিনি বলেন, শিশুটিকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মেয়েটির পরিচয় জানার চেষ্টা চলছে। তা ছাড়া তাকে হত্যার কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।