সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দিপু বিশ্বাস নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় তার জামাইবাবুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের নমশূদ্র গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দিপুকে তার জামাইবাবু রনু বিশ্বাস খুন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক করেছে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন নিউজবাংলাকে জানান, রনু বিশ্বাস পেশায় চানাচুরওয়ালা। তিনি প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। স্ত্রীকে মারধর করতেন।
তিনি বলেন, এই প্রেক্ষাপটে দিপু বিশ্বাস বৃহস্পতিবার রাতে বোনের বাড়িতে আসেন। তাদের সমস্যা সমাধানের চেষ্টা করলে জামাইবাবুর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনু বিশ্বাস চানাচুর-মুড়ি বিক্রিতে ব্যবহৃত ছুরি দিয়ে দিপুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দিপুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রনুকে আটক করে। তা ছাড়া মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।