বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইকের ২ আরোহীর

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১৫

রাসেল ও জুয়েল মোটরসাইকেলে করে হালুয়াঘাট যাওয়ার পথে ডোমঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর দুজন নিহত হয়েছেন।

ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় গ্রামের শহিদুল ইসলাম কায়সার রনি ও একই উপজেলার খড়িয়া গ্রামের জাহিদ হাসান রাসেল। আহত জুয়েল মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে রনি, রাসেল ও জুয়েল মোটরসাইকেলে করে হালুয়াঘাট যাওয়ার পথে ডোমঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রডবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।

পরে স্থানীয় লোকজন রনি ও জুয়েলকে গুরুতর আহত অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই রনির মৃত্যু হয়। আর জুয়েল এখন চিকিৎসাধীন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর