বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছুটির দিন সকালেই সড়কে গেল ১৪ প্রাণ

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০০

সাপ্তাহিক ছুটির দিন সড়ক দুর্ঘটনায় একের পর এক মৃত্যুর খবর আসছে। সকাল সকাল সড়কে ঝড়েছে ১৪ প্রাণ। এর মধ্যে সিলেটেই নিহত আটজন, বগুড়ায় চারজন এবং চুয়াডাঙ্গা ও শেরপুরে একজনের মৃত্যু হয়েছে।

সিলেট, বগুড়া, চুয়াডাঙ্গা ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে প্রাণ গেছে অন্তত ১৪ জনের।

সিলেটে দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। বগুড়ায় বাসচাপায় প্রাণ গেছে অটোরিকশায় থাকা চার আরোহীর। চুয়াডাঙ্গায় ভ্যান উল্টে নিহত হয়েছেন একজন আর শেরপুর পৌর শহরে ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

সিলেট

সিলেটের দুর্ঘটনাটি হয় সকাল সাতটার দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান চারজন, বাকি চারজন মারা যান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকার জানান, গাড়ি সব সময় রাস্তায় বাঁ পাশ দিয়ে চলার কথা। দুর্ঘটনাকবলিত এনা পরিবহন বাঁ পাশেই ছিল। কিন্তু সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাঁ পাশ ছেড়ে ডান পাশে চলে যায়। ডান পাশে গিয়ে বিপরীত দিক থেকে আসা এনা বাসকে ধাক্কা দেয়।

‘শুক্রবার সকালে খুব বেশি কুয়াশা ছিল না। ধারণা করছি, লন্ডন এক্সপ্রেসের চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারালে বাসটি ভুল ট্র্যাকে চলে যায়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে দুর্ঘটনার আসল কারণ তদন্তে পর জানা যাবে।’

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন। তারা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান ও ছাতকের রহিমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন ও সাগর, সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু ও জাহাঙ্গীর হোসেন, সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল এবং চুয়াডাঙ্গার আল মাহমুদ সাদ ইমরান খান।

এদের মধ্যে ইমরান সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক। মঞ্জু এনা পরিবহনের চালক ও জাহাঙ্গীর তার সহযোগী। আর নুরুল আমিন লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার।

বগুড়া

ভোরের আলো ফুটতেই বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজন হলেন শাজাহানপুরের ডেমাজানি এলাকার কালিদাস ও ধুনট উপজেলার আনারপুরের শাহ জামাল। অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, অটোরিকশাটি ভোর ৬টার দিকে শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। মাঝিড়ায় এমপি চেকপোস্টের এলাকায় পেছন থেকে শাওন পরিবহনের একটি বাস একে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. হামিদ বলেন, ‘দুর্ঘটনার পর রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন সব ঠিক আছে।’

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সকাল ৯টায় পাখিভ্যান নামে স্থানীয়ভাবে পরিচিত ব্যাটারিচালিত ভ্যান উল্টে শিপন আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শিপনের বাড়ি উপজেলার পাইকপাড়া গ্রামে। আহতরা হলেন, শিপনের ছোট ভাই রিপন আলী ও পাখিভ্যানচালক ইকরামুল কবির।

পাখিভ্যানের আহত চালক ইকরামুল কবির জানান, শিপনের শ্যালকের ছেলের সুন্নতে খৎনার মাংস কেনার জন্য পাখিভ্যানে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা। এ সময় খাসকররা ভূমি অফিসের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে পাখিভ্যানটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিপনের মৃত্যু হয়েছে। আহতরা সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেরপুর

শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউসের সামনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আমেনা পারভিন নামে ওই পথচারী।

তার বাড়ি পৌরসভার বাগরাকসা মহল্লায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, বরগুনা থেকে শেরপুরগামী পানবোঝাই ট্রাকটি সার্কিট হাউসের সামনে পৌঁছালে চালক এর নিয়ন্ত্রণ হারায়। তখন রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকা আমেনাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর