ময়মনসিংহের ভালুকায় বনভোজন চলাকালে আম গাছ ভেঙে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মল্লিকবাড়ি গ্রামের শহিদ মিয়া ও গোবদিয়া গ্রামের নাছির উদ্দিন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে বনভোজন চলছিল। ওই আম গাছের নিচে চলছিল তাদের আয়োজন।
সে সময় হঠাৎ আম গাছটি গোড়া থেকে ভেঙে পড়ে যায়। এর নিচে চাপা পড়েন ছয়জন। তাদের উদ্ধার করে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পথেই তিনি মারা যান।
ওসি জানান. মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন জানান, আম গাছটি দীর্ঘদিন ধরে মরা অবস্থায় ছিল। দুর্ভাগ্যবশত বনভোজন চলার সময়ই এটি ভেঙে পড়ে।