ভোরের আলো ফুটতেই বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাণ গেল অটোরিকশার চার যাত্রীর।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে শুক্রবার ভোর ছয়টার দিকে পেছন থেকে একটি বাস বগুড়া শহরগামী অটোরিকশাটিতে চাপা দিলে এ প্রাণহানী হয়।
নিহতরা হলেন শাজাহানপুরের ডেমাজানি এলাকার কালিদাস, ধুনট উপজেলার আনারপুরের শাহ জামাল, শেরপুর উপজেলার টাউন কলোনী এলাকার হারেজ ও গোসাইপাড়া এলাকার সুদায়ের কুমার মোহন্ত।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, অটোরিকশাটি শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। মাঝিড়ায় এমপি চেকপোস্টের এলাকায় পেছন থেকে শাওন পরিবহনের একটি বাস একে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. হামিদ বলেন, ‘দুর্ঘটনার পর রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়েছিল। তবে এখন সব ঠিক আছে।’