কুষ্টিয়ার ভেড়ামারায় সংবাদ সম্মেলন করে একটি ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আসামিরা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী-সমর্থক হওয়ায় তাদের বাঁচাতে চেষ্টা করছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় এক প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলছিল। এসময় আসামিরা এসে তরুণকে আটকে রেখে ওই নারীকে যৌন নির্যাতন করে।
এ ঘটনায় বাদী হয়ে স্থানীয় কয়েকজনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন ওই নারী।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা বলেন, আসামিদের বাঁচানোর চেষ্টা করছে স্থানীয় জাসদ।
জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেন তিনি।
অভিযোগ অস্বীকার করে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, ‘ঘটনার আসল জড়িতদের বিরুদ্ধে মামলা হয়নি।’
তিনি বলেন, জাসদের কোনো নেতাকর্মী কোন রকমের অসামাজিক কাজে জড়িত নয়। অপরাধে জড়িত কাউকে জাসদ আশ্রয়-প্রশ্রয়ও দেয় না।’
আব্দুল আলীম স্বপন আরও বলেন, ‘অপরাধীদের কোনো দল নেই, কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হলো অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেয়া হচ্ছে। এটা আওয়ামী লীগের কাছে কাম্য নয়।’
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ‘রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামীর পরিচয় সে আসামি, তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’