ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তিন বছর বয়সী ছোট বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় বোনকে আটক করেছে পুলিশ। বড় বোনের বয়স ১২ বছর।
বৃহস্পতিবার দুপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে ছোট মেয়েকে তার বড় বোনের কাছে রেখে পাশের একটি বাড়িতে যান তাদের মা। বাড়ি ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকিতে শিশুটির মরদেহ পাওয়া যায়।
পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে।
ওসি আবদুল কাদের বলেন, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে।
বড় মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলেও জানান ওসি।