চট্টগ্রামে টিকা নেয়ার পর এই পর্যন্ত দুই জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও অপরজন একজন নারী।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব মাসুম নিউজবাংলাকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘সন্দ্বীপের ওই নারী ১০ ফেব্রুয়ারি করোনার টিকা নেন। তারপর তিনি জ্বরে আক্রান্ত হলে ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার পরীক্ষা করান। বৃহস্পতিবার তিনি করোনা শনাক্ত হয়েছেন।’
তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসক করোনার টিকা নেন ৮ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি তিনি করোনা পজিটিভ বলে শনাক্ত হন।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘করোনার টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে টিকা নেয়ার পর করোনা পজিটিভ হতেই পারে। কারণ টিকা নেয়ার ২১ সপ্তাহ পর টিকার কার্যকারিতা শুরু হবে।’