মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে এক যুবকের দায়ের কোপে খুন হয়েছেন আকামত মোল্লা নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বরুনাতৈল গ্রামের বটতলায় এ ঘটনা ঘটে। নিহত আকামত মোল্লার বাড়ি ওই গ্রামে।
স্থানীয় লোকজন জানান, এলাকার একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় ৬০ বছর বয়সী আকামত মোল্লাকে পেছন থেকে দা দিয়ে আঘাত করেন মো. ইশা নামের এক যুবক। তিনি আকামত মোল্লার প্রতিবেশী।
প্রত্যক্ষদর্শী একজন জানান, আকামতের পিঠে ও বুকে দায়ের কোপ পড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে মাগুরা হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী নুর বেলাল জানান, ইশা একজন বখাটে যুবক। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দল করেন ইশা।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল রহমান জানান, আকামত মোল্লার বুকে ও পিঠে জখম ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খুনের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।