বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৩

সকালে ওই যুবক তার বড় ভাইয়ের পাওয়ারলুম পরিদর্শনে যান। একপর্যায়ে একটি মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকটি মেশিনের ওপর পড়েন। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মো. রবিউল্লাহ ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

তার বড় ভাই মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিউজবাংলাকে জানান, সকালে রবিউল্লাহ তার (আমান) পাওয়ারলুম কারখানা পরির্দশনে গিয়েছিলেন। একপর্যায়ে একটি মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেকটি মেশিনের ওপর পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক রবিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রবিউল্লাহর মরদেহ তার পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এ বিভাগের আরো খবর