মুন্সিগঞ্জে ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক জন।
গজারিয়া উপজেলার নাগেরচর পূর্ব পাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মাইন উদ্দিনের বাড়ি বরিশালে। তবে তিনি পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদরে থাকতেন।
আহত শ্রমিকের নাম মো. তারেক। তার বাড়িও বরিশালে, থাকেন মুন্সিগঞ্জে।
তাদের সঙ্গে কাজ করা কয়েকজন শ্রমিক জানান, ১৮ জন শ্রমিক নাগের চর গ্রামের মোস্তফা প্রধানের বাড়ির দোতলার ছাদ ঢালাই করছিলেন। ওই ছাদ ঘেঁষে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইন। ঢালাইয়ের এক পর্যায়ে ওই দুই শ্রমিক লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মাঈন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিকের চাচাতো ভাই জাবেদ মিয়া নিউজবাংলাকে জানান, ঢালাইয়ের কাজ শুরু করার আগে তারা পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। শুরুতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলেও কাজের মাঝে সরবরাহ চালু করায় এই দুর্ঘটনা ঘটেছে।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর গজারিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জহিরুল ইসলাম জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। তবে তার দাবি, নির্মাণকাজের বিষয়টি তাদের জানানো হয়নি। জানা থাকলে তারা অবশ্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতেন।
তিনি বলেন, ‘নাগের চর গ্রামে অপরিকল্পিতভাবে অনেক বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।অপরিকল্পিতভাবে টানা সব লাইন সরিয়ে নেয়া হবে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাড়ির মালিক ও ঠিকাদার পলাতক রয়েছে। তবে এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি।
মরদেহ ময়নাতদন্ত করা হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ওসি।
নির্মাণ শ্রমিক মাঈন উদ্দিনের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।