চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আলমসাধুর চালক
সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
আহত আলমসাধুর চালক শরিফুল ইসলাম ওই একই এলাকার বাসিন্দা। বর্তমানে জেলার সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত আলমসাধুর চালক শরিফুল ইসলাম জানান, সকালে তার আলমসাধুতে বেগমপুর এলাকায় একটি কোম্পানির খাদ্যজাতীয় পণ্য সরবরাহ করতে যান ফরিদ হোসেন। মালামাল সরবরাহ শেষে ফেরার পথে বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে তাদের আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী আবদুল মমিন জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে তাদের সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান ফরিদ। আহত শরিফুল ইসলামের অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় যোগাযোগ করেনি। যোগাযোগ করলে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান ওসি।