বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রান্নাঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৬

নিহত শিশুর মা শিলা খাতুন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নাঘরের পাশে খেলছিল শিলন। এ সময় রান্নাঘরের মাটির দেয়াল ভেঙে সেটার নিচে চাপা পড়ে সে।

চুয়াডাঙ্গায় মাটির রান্নাঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার খেজুরতলা চাঁদপুর গ্রামের মসজিদ পাড়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ছয় বছর বয়সী শিলন আলী ওই গ্রামের কুয়েতপ্রবাসী ফারুক হোসেনের ছেলে।

শিশুটির মা শিলা খাতুন নিউজবাংলাকে জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নাঘরের পাশে খেলছিল শিলন। এ সময় রান্নাঘরের মাটির দেয়াল ভেঙে সেটার নিচে চাপা পড়ে সে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিলনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশুটি।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো খবর