মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক রাকিব হোসেন ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার শিবরামপুর এলাকার বাসিন্দা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মামুন জানান, পেঁয়াজভর্তি ট্রাকের সঙ্গে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। হেলপারও গুরুতর আহত হন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বাসচালক বাস নিয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।