চট্টগ্রামে পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের জানান, নিহত মোহাম্মদ বেলাল উদ্দীনের বাড়ি খাগরিয়া ইউনিয়নের তাইয়ার পাড়া এলাকায়। বেলাল ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন নিউজবাংলাকে জানান, পূর্বশত্রুতার জেরে জাহেদ, দেলোয়ার, সাদেক, আলিম, খোকন ও শাহাজাহান বেলালের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে (চমেক) নেয়া হয় তাকে।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, রাত তিনটার দিকে বেলালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পুলিশ এ ঘটনায় জাহেদকে আটক করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।