বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩২

মনিরুল বুধবার সকালে ঘরের দরজা বন্ধ করে রাত ৯টা পর্যন্ত খোলেননি। স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন। পরে জানালা দিয়ে স্ত্রী দেখতে পান ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন মনিরুল।

কক্সবাজারে চকরিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় নিজ ঘর থেকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মনিরুল হক বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়া এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে ওই এলাকায় থাকতেন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান এনামুল হক নিউজবাংলাকে জানান, মনিরুল একমি কোম্পানিতে কাজ করতেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে মাইজঘোনা এলাকার আবুল খায়ের মানিকের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার দিন তার স্ত্রী-সন্তান বাসায় ছিল না। ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. জুবায়ের এলাকাবাসীর বরাত দিয়ে নিউজবাংলাকে জানান, মনিরুল বুধবার সকালে নিজ ঘরের দরজা বন্ধ করে রাত ৯টা পর্যন্ত খোলেননি। স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পরে জানালা দিয়ে স্ত্রী দেখতে পান ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন মনিরুল।

এ ঘটনার পর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা গেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো খবর