নেত্রকোণার দুর্গাপুরে প্রতিবেশীর ঘর থেকে এক গৃহবধূর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ঝানজাইল বাজার এলাকায় কংশ নদীর তীরের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শুক্লা সাহা ওই এলাকার সুকুমার সাহার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে শুক্লা বাড়ির কাছে কংশ নদীতে গোসল করতে যান। অনেকক্ষণ পরও না ফিরলে পরিবার ও স্থানীয়রা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি করেন।
ওসি আরও জানান, বিকেলে প্রতিবেশী রুবিনাকে নিজ ঘরে তালা দিয়ে বসে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তালা খুলে খাটের পাশে শুক্লার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।
রুবিনা ও তার ছেলে হৃদয়কে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার ও ওই দুইজনকে আটক করে থানায় নেয়।
পুলিশের এ কর্মকর্তা বলেছেন, শুক্লার শরীরে শ্বাসরোধে হত্যার আলামত রয়েছে। তার শরীরে থাকা বিভিন্ন স্বর্ণালংকারও পাওয়া যাচ্ছে না। স্বর্ণালংকার হাতিয়ে নেয়া, না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
ওসি শাহ নূর জানান, নিহতের ছেলে জয় সাহা সাতজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে রুবিনা ও তার ছেলে হৃদয়কে কারাগারে পাঠানো হয়েছে।