চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের কোমরপাড়ার একটি আখ ক্ষেত ওই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তারজিনা খাতুন একই উপজেলার শিংনগর গ্রামের মেহেরপাড়ার আব্দুস সালামের স্ত্রী।
তারজিনার মাথা, গলাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার বিকেলে আব্দুস সালাম ও তারজিনা খাতুন তাদের বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এখনও আব্দুস সালামের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় উথলী গ্রামের কয়েকজন কৃষক মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় কোমরপাড়া মাঠের একটি আখ ক্ষেতে এক নারীর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি তারজিনার বলে শনাক্ত করে এলাকাবাসী।
শিংনগর গ্রামের বাসিন্দা ইমরুল হাসান রাজু জানান, সালাম ও তার স্ত্রী তারজিনা অন্যের জমিতে কাজ করতেন। গত সোমবার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরেননি ওই দম্পতি।
পরিদর্শক ফেরদৌস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।