পূর্ব বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বসতঘরে ঢুকে মো. ওমর ফারুক নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে তার দাদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেবকালা গ্রামের আবদুল মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফারুককে গুলি করার পরপরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার ৭২ বছর বয়সী দাদি মজিবা খাতুন মারা গেছেন।
ওমর ফারুকের চাচা মাহবুব আলম নিউজবাংলাকে জানান, উপজেলার মহিব উল্যা গ্রামের কালা বাবুর নামে দেবকলা গ্রামের ফারুক গত বছর মামলা করেন। পরে কালা বাবু বিভিন্ন সময় ওই মামলা তুলে নেয়ার জন্য ফারুককে হুমকি দেন।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার পাশ্ববর্তী ভূঁইয়ালী বাড়ির একটি গাছ থেকে আবদুল মুন্সী বাড়ির এক ছেলে বরই পাড়ে। এ নিয়ে ভূঁইয়ালী বাড়ির লোকজন ঝগড়া করেন। পরে কালা বাবুকে খবর দেয়া হয়। রাত ৯টার দিকে ভূঁইয়ালী বাড়ির পক্ষ নিয়ে ১০/১৫ জন সহযোগী নিয়ে নিয়ে মুন্সী বাড়ির ওমর ফারুকের ওপর হামলা হামলা চালানো হয়। তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যান তারা।
এই ঘটনার পরপরই আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মুন্সী বাড়ির কালা মিয়ার স্ত্রী ঘটনাস্থলে মারা যান।
এদিকে গুলিবিদ্ধ ফারুককে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবে।