করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় বিএনপি ব্যর্থ হয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে টিকা নিতে দেখে বিএনপি নেতা ও তাদের বুদ্ধিজীবীরা টিকা নিতে শুরু করেছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীও টিকা নিয়েছেন। এখন বিএনপি নেতারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে টিকা নিচ্ছেন।
সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এখন অনেকই নৌকায় উঠতে চাইছে। কিন্তু সবাইকে নৌকায় তুলে ডুবানোর দরকার নেই।’
দলের নেতাকর্মীদের সংযত আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করা হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবিরের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা মেরিনা জাহান কবিতা, সৈয়দ আব্দুল আওয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবিরসহ অনেকে।