বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বাক প্রতিবন্ধী তরুণীর নিহত হয়েছেন।
উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী পাড়ায় মঙ্গলবার মাঝরাতে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী পাড়ার মো. সোলায়মানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী নুরুল কবির জানান, গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি সরই ইউনিয়নের পুইট্টারঝিরি গ্রামে নেমে আসে। হাতিগুলো প্রথমে ওই পাড়ার আবুল মিয়ার বসতঘর ভাংচুর করে। পরে একে একে ওই এলাকায় অনেকের ঘর ভেঙে দেয়।
আমতলী পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, হাতির দলটি সোলায়মানের ঘর ভাঙার সময় তার বাক প্রতিবন্ধী মেয়ে রহিমা প্রাণের ভয়ে ঘর থেকে বের হলে হাতির কবলে পরে।
এতে হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান রহিমা।
এদিকে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর নিউজবাংলাকে জানান, হাতির আক্রমণে নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার জানান, উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়নের কয়েকটি পাড়ায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে। এতে গ্রামবাসীর অনেক ক্ষতি হয়েছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগ কর্তৃক ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।