ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাবাকে পিটিয়ে হত্যার মামলায় এক ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার র্যাব-১৪-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের উপঅধিনায়ক মেজর মো. ফজলে রাব্বি এ তথ্য জানান।
নিহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ চাঁন মিয়া। তার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি গ্রামে। তার ছেলের নাম মো. ফারুক।
র্যাবের উপঅধিনায়ক মেজর মো. ফজলে রাব্বি জানান, র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামাদি এলাকায় অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী ফারুককে আটক করে।
তিনি আরও জানান, গত ২১ ফেব্রুয়ারি ৬৮ বছর বয়সী নূর মোহাম্মদের সঙ্গে ছেলে ফারুকের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নূর মোহাম্মদকে পিটিয়ে আহত করে ফারুক। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নূর মোহাম্মদের ছোট ছেলে আবু মূসা ফুলাবাড়িয়া থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার পর থেকে ফারুক পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার দায় স্বীকার করেন।
গ্রেপ্তার আসামিকে থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।