গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রনি সরদার সদর উপজেলার সিংগারকুল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সর্দার শরিফুল ইসলাম নিউজবাংলাকে জানান, টুঙ্গিপাড়ার বর্নি গ্রাম হাইস্কুলের পাশের রাস্তায় গাছ কাটার জন্য রনি নামে এক কাঠুরিয়া কোমরে রশি বেঁধে গাছের ওপরে ওঠেন।
গাছ কাটার সময় কোমরে থাকা রশির সঙ্গে বিদ্যুতের তার মিশে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এতে ওই কাঠুরিয়ার পুরো শরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে এলাকাবাসী খবর দিলে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়। তখন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাছে ঝুলে থাকা রনিকে উদ্ধার করে।
এরপর তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধার কাজের সময় টুঙ্গিপাড়া উপজেলার কর্মকর্তা নির্বাহী (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম ও বর্নি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা উপস্থিত ছিলেন।