টাঙ্গাইলে সদরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন নিউজবাংলাকে এ তথ্য জানান।
নিহত নারীর নাম মঞ্জু আক্তার। মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের দিঘুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মঞ্জু আক্তার দিঘুলিয়ার মৃত নুর হোসেন তুতুর মেয়ে। মঞ্জুর স্বামীর নাম শওকত আলী।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী জানিয়েছেন তিনি ও ৩৭ বছর বয়সী মঞ্জু গোপনে বিয়ে করেন। তারা দিঘুলিয়া এলাকাতেই ভাড়া বাসায় থাকত। তাদের বিয়ের বিষয়ে কেউ জানত না। মঙ্গলবার রাতে খাওয়া শেষে কথা বলার এক পর্যায়ে মঞ্জু হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা নিহতের স্বামীকে আটক করে পুলিশকে জানায়।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।