বাকলা এলাকার জুলফিকার আলী ফুট্টো নামে এক ব্যক্তির দোতলা ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কেন বা কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
বরিশাল নগরীর বাকলার মোড় এলাকায় একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ঘটা এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভবনের দোতলায় থাকা আসবাব পুড়ে গেছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে সদর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার হাসান আলী জানান, বাকলা এলাকার জুলফিকার আলী ফুট্টো নামে এক ব্যক্তির দুইতলা ভবনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।