ধর্ষণ মামলায় রাঙ্গামাটির বরকল উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তিনি মঙ্গলবার আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নাকচ করে দেন জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম।
গত ২৪ জুন বরকল থানায় তার নামে মামলাটি করেন এক নারীর বাবা। মামলায় বলা হয়, বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন তিনি।
মামলার পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান এই ইউপি চেয়ারম্যান। রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের পর উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
গত ২১ অক্টোবর মামলায় রাঙ্গামাটির আদালতে হাজির হওয়ায় আদেশ ছিল তার। তবে তিনি হাজির হননি। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।