পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে হোতাপাড়া বাসস্ট্যান্ডে একটি লেগুনায় ওঠার চেষ্টা করছিলেন সালেহা বেগম। এ সময় ৮-১০ জনের একটি নারী ছিনতাইকারী দল তার গতিরোধ করে লেগুনায় ওঠার ছলে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি লেগুনায় ছিনতাইয়ের সময় আট নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কাতলামাড়া এলাকার আবু তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুর যাচ্ছিলেন। হোতাপাড়া বাসস্ট্যান্ডে একটি লেগুনায় ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ৮-১০ জনের একটি নারী ছিনতাইকারী দল তার গতিরোধ করে লেগুনায় ওঠার ছলে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বিষয়টি বাসস্ট্যান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশে খবর দেন।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান, তাৎক্ষণিকভাবে এসআই ওয়াসিমের নেতৃত্বে তাদের আটক করা হয়। তাদের নামে থানায় মামলা হয়েছে।