বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক মুজাক্কির হত্যা: গ্রেপ্তার-বিচার দাবিতে মানববন্ধন

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৪৯

বসুরহাটে কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন মুজাক্কির। পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিনে নোয়াখালী ও ঝালকাঠিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। নোয়াখালীর পাশাপাশি মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে।

মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রিপোটার্স ক্লাব নোয়াখালী শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনে গিয়ে নিহত মুজাক্কিরের হত্যার ঘটনায় এখনো কোনো আসামিকে চিহ্নিত করতে না পারায় ক্ষোভ জানানো হয়েছে সমাবেশ থেকে। এ সময় খুনিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নোয়াখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক বখতিয়ার শিকদার, আবুল হাসেম, মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান সুজন, লিয়াকত আলী খান, অহিদ উদ্দিন মুকুল, সাংবাদিক এমবি আলম, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মঞ্জু, মাহবুবুর রহমান, আকাশ মো. জসীম, সুমন ভৌমিক, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক বিধান ভৌমিক, সাবেক সভাপতি ইদ্রিছ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, যুগ্ম সম্পাদক এআর আজাদ সোহেলসহ আরও অনেকে।

সাংবাদিকরা কারও অনুসারী হতে পারে না। লাশ নিয়ে যেনো কেউ রাজনীতি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সমাবেশ থেকে বলা হয়, যে মামলা করা হয়েছে তার যেন সুষ্ঠ তদন্ত হয়। খুনের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা স্বদেশ প্রতিদিন ও বার্তা২৪ ডটকমের জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনির ওপর কাদের মির্জার উপস্থিতিতে তার অনুসারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নোয়াখালী শাখা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়।

এ দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে নিরাপদ নোয়াখালী চাই নামের একটি সংগঠন।

১৯ ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংর্ঘের সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার ডটকমের নোয়াখালীর প্রতিনিধি মুজাক্কির। গুরুত্বর আহত মুজাক্কিরকে ঢাকায় আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

মৃত্যুর তিন দিন পর হত্যা মামলা করেছেন মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নোয়াব আলী।

ঝালকাঠিতেও মানববন্ধন

মুজাক্কির হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝালকাঠিতেও মানববন্ধন করেছে টেলিভিশন সাংবাদিক সমিতি। দুপুর ১২টার দিকে টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির আজীবন সদস্য পলাশ রায়।

এ ছাড়া টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সহ-সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক এস এম রাজ্জাক, টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল, সাংবাদিক সাইদুল ইসলামসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিভাগের আরো খবর