অবৈধ পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ জাতীয় পার্টির (জাপা-এরশাদ) সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোলাম রব্বানী রুবেলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শান্তিপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে।
মঙ্গলবার বেলা ২টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বুলবুল ইসলাম।
নিউজবাংলাকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার মধ্যপাড়া গ্রামে রুবেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে।
পুলিশের কাছ থেকে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাহবুবকে সম্প্রতি গ্রেপ্তার করে র্যাব।
পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে রুবেলের কাছে অস্ত্র থাকার তথ্য দেয় মাহবুব।