বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৩

গাইবান্ধার সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় দুইজন, চাঁপাইনবাবগঞ্জের রসিকনগর এলাকায় দুইজন এবং বান্দরবানের সুয়ালক ইউনিয়নে একজন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও বান্দরবানে পাঁচজন নিহত হয়েছেন।

গাইবান্ধার দুটি উপজেলায় ট্রাক্টর চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদিয়াখালী ইউনিয়নের রিফায়েতপুর মাঠপাড়া গ্রামের মতিয়ার রহমান ও সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের কুদ্দুস মিয়া।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন নিউজবাংলাকে জানান, বেলা ১১টার দিকে ট্রাক্টরে করে বালু পরিবহন করছিলেন মতিয়ার রহমান।

এ সময় গাইবান্ধা-ভরতখালী সড়কের ভাঙ্গামোড় এলাকায় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার রহমান।

এদিকে সকালে বাইসাইকেল চালিয়ে কুদ্দুস মিয়া নিজ বাড়ি পরান গ্রাম থেকে সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া বাজার যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়লে ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে চলে যায়।

চাঁপাইনবাবগঞ্জের রসিকনগর এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়ার আবদুল হামিদ ও একই এলাকার আবদুর রহিম।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম জানান, শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হামিদ ও রহিম। রসিকনগর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে ব্যাটারিচালিত টমটম উল্টে ওয়াংচিং মারমা নামে এক নারী নিহত হয়েছেন।

সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা নিউজবাংলাকে জানান, আর্মি ক্যাম্প থেকে সুয়ালোকে যাবার পথে আমতলী মারমা পাড়ার এলাকায় টমটমটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। আহত হন আরও দুইজন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘টমটম উল্টে এক নারী মারা গেছেন শুনেছি। লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর