দলিল উদ্দিন মন্ডল মারা গেছেন প্রায় ৬ বছর আগে। অথচ গেল শুক্রবারের একটি মারামারির ঘটনায় তার নামে হয়েছে মামলা। ওই মামলায় রয়েছে এক প্রতিবন্ধীর নামও।
দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার কাটলা বাজারে শুক্রবার রাতে মারামারি হয়। শনিবার বিরামপুর থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন দক্ষিণ দাউদপুর গ্রামের নাসির উদ্দিন। মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি করা হয় দক্ষিণ দামোদরপুর (বাসুপাড়া) গ্রামের মৃত দলিল উদ্দিন মন্ডলকে। তিনি ২০১৫ সালের ৭ অক্টোবর মারা যান।
অন্যদিকে, এজাহারের পাঁচ নম্বর আসামি করা হয়েছে একই গ্রামের প্রতিবন্ধী যুবক তোফাজ্জলকে। ২০১৬ সালের ২৯ মে তোফাজ্জলকে মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী উল্লেখ করে সমাজসেবা অধিদপ্তর পরিচয়পত্র দেয়। তোফাজ্জল নিয়মিত প্রতিবন্ধী ভাতাও পাচ্ছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।