হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের ধাওয়ায় অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন সাড়ে তিন ঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আগুন দেয়া হয়েছে একটি মোটরসাইকেলে। স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে যোগ দেন এলাকার অটোরিকশা চালকরাও।
বাহুবল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কে উঠলে একে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল। দ্রুত পালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হয় অটোরিকশায় থাকা ৫ যাত্রী।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। দুপুর ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, নির্বাহী কর্মকর্তা স্নীগ্ধা তালুকদার ও ওসি কামরুজ্জামান সেখানে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
আলমগীর বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল অনেক আগেই নিষিদ্ধ করেছে হাইকোর্ট। তারপরও এগুলো মহাসড়কে ওঠে। তখন হাইওয়ে পুলিশ এগুলো সরিয়ে দিতে গেলে চালকরা দ্রুতগতিতে পালিয়ে যান।
তিনি জানান, নিহত অটোরিকশা চালকের নাম তোফায়েল মিয়া। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশি গ্রামে।