নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর তিন দিন পর এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নোয়াব আলী মাস্টার বাদী হয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। এতে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এত দিন মামলা না হলেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ।
মামলা করা নিয়ে মুজাক্কিরের বাবা বলেন, ‘আমার ছেলেকে কারা হত্যা করেছে আমি দেখিনি। সরকার ও প্রশাসনের কাছে আমার অনুরোধ দ্রুত যেন আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।’
১৯ ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার ডটকমের নোয়াখালীর প্রতিনিধি মুজাক্কির।
গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।