নীলফামারী সদর উপজেলা থেকে ছুরিকাঘাতে নিহত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ইটাপীড় ব্রীজ সংলগ্ন সড়কের পাশের একটি গর্ত থেকে সোমবার সকালে আব্দুল হালিম নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার নতিব চাপড়া কোরানী পাড়ায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল হালিম দিনে মানুষের বাড়িতে কাজ করতেন। আর সন্ধ্যার পর অটোরিকশা চালাতেন। রোববার সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বের হবার পর আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
নতিব চাপড়া এলাকার আছাদুল হক জানান, এক মাস আগে ৮০ হাজার টাকা দিয়ে পুরাতন একটি অটোরিকশাটি কেনেন হালিম। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, হালিমের বুকে ছুরির একাধিক আঘাত রয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।