লালমনিরহাটের বাউরায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনছারুল হক মিলন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন লালমনিরহাটের পাটগ্রামে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে পাটগ্রাম থেকে কালীগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন মিলন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর মাসুম খান নিউজবাংলাকে জানান, মিলনের মরদেহ, মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।