কুমিল্লায় গত ৫০ দিনে এক টন গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে মাদক কারবার ও সেবনে জড়িত ৪১৫ জনকে।
সোমবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।
গত ২ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সময় এসপি ফারুক বলেছিলেন, মাদক ছাড়ো, না হয় কুমিল্লা ছাড়ো। তার এ ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে জেলা পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মাদক কারবার ও সেবনে জড়িত ৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৫০ দিনে জব্দ করা হয় ১ হাজার ৪৬ কেজি গাঁজা।
এ ছাড়া ইয়াবা জব্দ করা হয়েছে ১৮ হাজার ৪১৪ পিস, ফেনসিডিল ৪ হাজার ৭০৫ বোতল, দেশি মদ ৩১৭ লিটার, বিদেশি মদ, বিয়ার ও নেশাজাতীয় সিরাপ ৬৩৯ বোতল।
এসব মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৯২ লাখ ৬৭ হাজার টাকা।
‘একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’-স্লোগানে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ অর্জনে তারা আত্মতুষ্টিতে ভুগছেন না বরং এ কার্যক্রম আরও এগিয়ে নিতে চান।
এসপি আরও জানান, তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদকের চালান, ব্যবসা ও সেবন শূন্যে নামিয়ে আনা এ দুই লক্ষ্যে কাজ করছেন।
প্রতিটি থানা এলাকায় মাদক কারবারে জড়িতদের আলাদা তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান এসপি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।