বরিশালের উজিরপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ রায় দেন। এ সময় আসামি আইউব খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০১৫ সালের ২৯ জানুয়ারি উজিরপুর থানায় মামলাটি করেন ওই নারীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মা একজন বাকপ্রতিবন্ধী। আসামি আইউব তাদের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করত। ২০১৫ সালের ২৮ জানুয়ারি বিকেলে তার মাকে ধর্ষণ করেন আইউব।
এ ঘটনায় মামলার পর একই সালের ২৯ সেপ্টেম্বর আইউবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আটজনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে সোমবার রায় দেয় আদালত।