জয়পুরহাটে নবজাতককে হাসপাতালে ভর্তির পর মা-বাবা পরিচয় দেয়া দুইজন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাবু নামে চার দিনের শিশুটিকে রোববার রাত ৮টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান বাবা-মা পরিচয় দেয়া দুজন। সোমবার ভোরে ওই হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সাগর পরিচয় দিয়ে একজন ওই নারীসহ শিশুটিকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। পরে রাতের কোনো এক সময় পালিয়ে যান ওই দুজন।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) খন্দকার মিজানুর রহমান জানান, নবজাতকটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল। ভোররাতে শিশুটি মারা যায়। তখন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা মা-বাবাকে খোঁজা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বিষয়টি জয়পুরহাট থানা পুলিশকে জানানো হয়।
হাসপাতালের চিকিৎসক জুয়েল জানান, হাসপাতালের ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ দেখে মা-বাবাকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের খোঁজ পাওয়া না গেলে সরকারিভাবে শিশুটিকে দাফন করা হবে।
জয়পুরহাট জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, শিশুটির মা-বাবাকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।