ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ বছরের এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে আরেক কিশোর ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজমুল আহমেদ।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের একটি মাদরাসা থেকে কিশোরকে আটক করা হয়।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় ওই মাদরাসার ছাত্ররা কালীকচ্ছ বর্ডার-বাজার এলাকার বায়তুল জামে মসজিদের ওয়াজ মাহফিলে যায়। এ সময় ওই কিশোর ওই শিশুটিকে মসজিদের ছাদে নিয়ে ধর্ষণ করে। রাতে মাদরাসায় ফিরে শিশুটি তার শিক্ষকদের এ ঘটনা জানায়।
পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মাদরাসা থেকে ওই কিশোরকে আটক করে। ধর্ষণের শিকার শিশু ছাত্রটিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, ‘শিশুটির পায়ুপথে রক্তক্ষরণ হয়েছে। সার্জারি (অস্ত্রোপচার) বিভাগের কনসালটেন্টের (উপদেষ্টা) রিপোর্ট পেলে বাকিটা জানানো যাবে।’
ওসি নাজমুল বলেন, ওই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন শিশু ছাত্রের বাবা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।