উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতক নিহত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিশুটির মা শাহানা আক্তার জুঁই, তার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেলপার জহির ও রিমন নামে সাতজন গুরুতর আহত হন।
আহতদের এক স্বজন জানান, শাহানা আক্তার জুঁইয়ের গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। এক বছর আগে তার সঙ্গে বরগুনা সদরের ডায়গনস্টিক সেন্টারের ব্যবসায়ী সৈকতের বিয়ে হয়। নবজাতক শিশুটির শারীরিক সমস্যার কারণে তাকে ২০ ফেব্রুয়ারি বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ শিশুটিকে ঢাকায় নেয়া হচ্ছিল।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, ঘটনার সময় অনিক পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই দরবারে মাহফিলের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে আসছিল। আর অ্যাম্বুলেন্সটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় যাচ্ছিল। যানবাহন দুটির সংঘর্ষ হয়।
অ্যাম্বুলেন্সটির ভেতরে থাকা তিন দিন বয়সী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অ্যাম্বুলেন্সের চালকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান ওসি।