নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নাফ পরিবহনের একটি বাস খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন।
বন্দরের কেওঢালা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, কেওঢালা বাসস্ট্যান্ডের কাছে নাফ পরিবহনের বাসকে দ্রুতগাতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এলাকার লোকজন বাসের ভেতর থেকে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিউজবাংলাকে জানান, কেওঢালা বাসস্ট্যান্ড দিয়ে বাসটি হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। তখন একটি কাভার্ডভ্যান বাসের বাম পাশে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়।
ওসি জানান, পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।