বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেই কাঞ্চি এখন সব প্রেম আর গানের ঊর্ধ্বে

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১৯

ফেসবুকের মাধ্যমে কাঞ্চির সঙ্গে পরিচয় হয় সত্য রঞ্জন রক্ষিতের। প্রায় সাত বছর আগে অনলাইনে তাদের পরিচয়। গান ও লেখালেখির সঙ্গে জড়িত সত্য ২০১৬ সালে একটি স্ট্রিট শো করতে ভারতের কেরালায় যান। তখন স্লোভেনিয়া থেকে সেখানে আসেন কাঞ্চি। এরপর দীর্ঘদিন তারা ভারতে ছিলেন। বছর দুয়েক আগে বাংলাদেশে আসেন কাঞ্চি।

স্লোভেনিয়ার নাগরিক ওলগা জেহাফ ভালোবাসার টানে এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশি তরুণ সত্য রঞ্জন রক্ষিতের প্রেমে ডুবেছিলেন তিনি। ভালোবেসে প্রেমিক তার নাম দিয়েছিলেন ‘কাঞ্চি’।জানুয়ারির মাঝামাঝিতে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চি। হৃদরোগ ও কিডনি জটিলতা নিয়ে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কাঞ্চির চিকিৎসা সহয়তায় এগিয়ে আসেন দুই বাংলার অসংখ্য তরুণ-তরুণী। ‘প্রেমিকার জন্য গান’ এর আয়োজন করে রাস্তায় রাস্তায় গান গেয়ে অর্থ সংগ্রহ করেন তারা।দেশ-স্বজন ছেড়ে বাংলাদেশে চলে আসা কাঞ্চির সহায়তায় অসংখ্য মানুষের এগিয়ে আসার ঘটনা নিয়ে ‌‘প্রেমিকার জন্য গান’ শিরোনামে প্রতিবেদন গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশিত হয় নিউজবাংলায়।তবে সব প্রেম আর গান পেছনে ফেলে সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কাঞ্চি। বিয়োগান্তক এই তথ্য নিশ্চিত করে কাঞ্চির স্বামী সত্যরঞ্জন রক্ষিত নিউজবাংলাকে জানান, দুপুরে ঢাকার পোস্তগোলা মহাশশ্মান ঘাটে শেষকৃত্য হয়েছে কাঞ্চির।

তিনি বলেন, ‘স্লেভেনিয়ায় কাঞ্চির এক মেয়ে রয়েছে। তাকে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়েছে।’ফেসবুকের মাধ্যমে কাঞ্চির সঙ্গে পরিচয় হয় সত্য রঞ্জন রক্ষিতের। প্রায় সাত বছর আগে অনলাইনে তাদের পরিচয়।

ওপার বাংলাতেও সত্য ও কাঞ্চির পাশে দাঁড়ান বন্ধুরা। ছবি: নিউজবাংলা

গান ও লেখালেখির সঙ্গে জড়িত সত্য ২০১৬ সালে একটি স্ট্রিট শো করতে ভারতের কেরালায় যান। তখন স্লোভেনিয়া থেকে সেখানে আসেন কাঞ্চি। এরপর দীর্ঘদিন তারা ভারতে ছিলেন। বছর দুয়েক আগে বাংলাদেশে আসেন কাঞ্চি। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সত্য ও কাঞ্চি। পটুয়াখালীতে সত্যের গ্রামের বাড়িতে দুজন মিলে মহানন্দালয় নামে একটি কৃষি খামার গড়ে তুলেছিলেন।

এ বিভাগের আরো খবর