শনিবার বোনের বাড়ি পাংশার বাগদুলি গ্রামে যান নাজমা। পরদিন থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে বিলপাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। মাজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের কাশমিয়া বিলপাড় থেকে সোমবার সকালে নাজমা বেগম নামের ওই নারীর মরদেহ উদ্ধার হয়।
নাজমা বেগমের বাড়ি মাজবাড়ি ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রাম। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন।
পরিবার জানায়, শনিবার বোনের বাড়ি পাংশার বাগদুলি গ্রামে যান নাজমা। পরদিন থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে বিলপাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, নাজমা বেগমের গলায় ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।