চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন।
মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট গেট এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন রিনা আকতার ও ছানোয়ারা বেগম। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। হতাহত সবাই ছিলেন বাসের যাত্রী।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, কক্সবাজার থেকে মারশা পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফরেস্ট গেট এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিয়ে উলটে যায়।
এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও জানান, যানবাহন দুইটি জব্দ করা গেলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।