তিন দিনের ছুটি শেষ ও ফরিদপুরের আটরশি ওরশ থেকে ফেরা বাড়তি যানবাহনের কারণে দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরের পর থেকে ঘাট এলাকায় বাড়তে থাকে যানবাহনের সারি। সোমবার বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিক হয়নি যানজট পরিস্থিতি।
ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন।
এতে চালক ও যাত্রীদের ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, গত তিন দিন সরকারি ছুটিতে বাড়ি যান অনেকে। এতে যানবাহনের বাড়তি চাপ এবং ফরিদপুরে আটরশির ওরশ থেকে ফেরা বাড়তি গাড়ির কারণে দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক করতে এই রুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।